পন্থকে খোঁচা, যে ব্যাখ্যা দিলেন উর্বশী

নিউজ ডেস্ক

সম্প্রতি পাত্র চাই বলে বিজ্ঞাপন দেন অভিনেত্রী। সেখানেই জানান, ব্যবসায়ী থেকে ক্রিকেটার, অভিনেতা, গায়ক পাত্র খুঁজছেন উর্বশী রাউতেলা। সেখানেই নাকি ফের ঋষভ পন্থকে টেনে এনেছেন তিনি। শুধু তাই নয়, তাকে বেঁটে বলে খোঁচা দিয়েছেন। এ ঘটনা নেটিজেনদের চোখে পড়তেই তুমুল সমালোচনা শুরু হয়। বিপাকে পড়ে সাফাই দিতে বাধ্য হন অভিনেত্রী!

জানা গেছে, সম্প্রতি একটি পাত্র-পাত্রীর বিজ্ঞাপনে অভিনয় করেন উর্বশী। তাতেই জানান, মনের মতো পাত্র খুঁজে পাচ্ছেন না।

তিনি জানান, ব্যবসায়ী থেকে ক্রিকেটার সবই দেখেছেন, কেউ কেউ আবার তার থেকে বেঁটে। তাই ভেবেছেন একটি নির্দিষ্ট ম্যাট্রিমনি সাইটের দ্বারস্থ হবেন অভিনেত্রী। দায়িত্ব দিয়েছেন অনুরাগীদের। কিন্তু এতেই বাধে গণ্ডগোল। ঋষভ অনুরাগীরা ধরেই নেন ক্রিকেট তারকাকেই খোঁচা দিয়ে এহেন মন্তব্য করেছেন অভিনেত্রী। এ নিয়ে সামাজিক মাধ্যমের পাতায় উর্বশী লেখেন, ‘এটা একটা ব্র্যান্ডের তরফ থেকে দেওয়া এক চিত্রনাট্য এবং তাদেরই বক্তব্য। কাউকে ছোট করার উদ্দেশ্যে তৈরি করা হয়নি।’ শেষে সংযোজন করে লেখেন, ‘একজন দায়িত্বশীল মানুষ হিসাবে আমি জানি যে আমার কথার কী প্রভাব পড়তে পারে, বিশেষ করে কোনো ব্র্যান্ডের প্রচার দূত হিসেবে।’

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।