শিবগঞ্জে তিন ইয়াতিমখানায় চেক বিতরণ

আব্দুল কাদির

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তিনটি ইয়াতিমখানার শিশুদের মাঝে ৯ লাখ ৯৬ হাজার টাকার চেক প্রদান করেছে উপজেলা সমাজসেবা কার্যালয়।

বুধবার বিকেলে উপজেলা প্রশাসন ভবনের সামনে আনুষ্ঠানিকভাবে ইয়াতিমখানার কর্মকর্তাদের হাতে এসব চেক তুলে দেন সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন।

ইয়াতিমখানাগুলো হল- শিবগঞ্জ ইয়াতিমখানা, ঢোড়বোনা কেন্দ্রীয় শিশু সদন ইয়াতিমখানা ও শাহ নেয়ামত উল্লাহ শিশু সদন।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা একাডেমিক সুপারভাইজার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতার ও উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা তরুণ কুমার প্রমূখ।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।