নাচোলে প্রায় ১০কোটি টাকা মূল্যের ৫টি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

নাসিম আলী

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১০কোটি টাকা মূল্যের ৫টি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে নাচোল উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারি কমিশনার(ভূমি)।

মঙ্গলবার দুপুরে পুকুর খননের সময় মূর্তি গুলো উদ্ধার করা হয়। নাচোল উপজেলা সহকারি কমিশনার(ভূমি) সবুজ হাসান জানান,মঙ্গলবার দুপুরে উপজেলার কসবা ইউপির রানীদিঘী বাঁশবাড়িয়া নামক একটি পুকুর খননের সময় ৫টি মূর্তি উদ্ধার করা হয়।

বিএমডিএ কর্তৃক সরকারি পুকুরটি খনন করার সময় ৫টি মূর্তি এবং মূর্তির খন্ডিত ৩টি অংশ উদ্ধার করে জেলা প্রশাসকের কার্যালয়ে জমা করা হয়েছে।

স্থানীয়রা জানায়,উদ্ধারকৃত ৫টি কষ্টিপাথরের মূর্তি গুলো আনুমানিক মূল্য হবে প্রায় ১০কোটির উপরে। নাচোল উপজেলা নির্বাহী অফিসার নিলূফা সরকার বলেন মঙ্গলবার দুপুরে স্থানীয়দের তথ্যের ভিত্তিত্বে মূর্তি উদ্ধারের বিষয়টি জানতে পেরে সহকারি কমিশনার(ভূমি) সবুজ হাসান কে ঘটনাস্থলে পাঠাই।

পরে ৫টি ৫টি মূর্তি এবং মূর্তির খন্ডিত ৩টি অংশ উদ্ধার করে জেলা প্রশাসকের কার্যালয়ে জমা করা হয়েছে।

এবিষয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন বলেন,নাচোলে পুকুর খননের সময় ৫টি ৫টি মূর্তি এবং মূর্তির খন্ডিত ৩টি অংশ উদ্ধার করা হয়েছে।মূর্তি গুলোর আনুমানিক মূল্য দেড় কোটি টাকার উপরে হবে।

তবে মূর্তি গুলো কোন আমলের ও কিসের তৈরি, সেটা প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের বিশেষজ্ঞরা পরীক্ষার পর জানতে পারবেন বলে জানান।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।