চাঁপাইনবাবগঞ্জে ঈদ সামগ্রী পেলেন সাড়ে ৫’শ জন

কামাল সুকরানা

পবিত্র মাহে রমজান মাসের ইফতারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যয় সংকোচন নীতির আহŸানে নিজেরা ইফতার মাহফিল না করে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে চাঁপাইনবাবগঞ্জে অসহায় ও খেটে খাওয়া মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় চাঁপাইনবাবগঞ্জ ক্লাবের আয়োজনে সাড়ে ৫’শ জনের মাঝে এসব সামগ্রী বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ক্লাবের সভাপতি ও জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যয় সংকোচনের উদ্দেশ্যে চলতি বছর ইফতার মাহফিল না করার সিদ্ধান্ত নিয়েছেন।

এই আহŸানে সাড়া দিয়ে ক্লাব কর্তৃপক্ষ এ মহতি উদ্যোগ গ্রহণ করেছে। সেই খরচ বাঁচিয়ে সমাজের অসহায় ও খেটে-খাওয়া মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম জাকারিয়া বলেন, এবার ইফতার মাহফিল না করে, সে অর্থ থেকে সাড়ে ৫’শ অসহায়ের মাঝে সেমাই, চিনি, সুগন্ধি চাল, তেল ও গুড়া দুধের প্যাকেট দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম, জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ আব্দুল্লা আল মামুন, ক্লাবের সহ-সভাপতি গোলাম মর্তুজা, সদস্য মোঃ ইকবাল হোসেন, অধ্যক্ষ আব্দুল জলিল, মোঃ আব্দুস সালাম প্রমুখ।

অপরদিকে, জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রথম বিভাগ ক্রিকেট লীগ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। <জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে যুগ্ম চ্যাম্পিয়ন দলের হতে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।<

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।