সিরাজগঞ্জে চার কন্যা সন্তান জন্ম দিলেন গৃহবধু

নিউজ ডেস্ক

সিরাজগঞ্জে একসঙ্গে চার কন্যা সন্তানের জন্ম দিলেন এক গৃহবধূ। গত বুধবার (০৩ এপ্রিল) বিকেলে জেলার শাহজাদপুর উপজেলার ইসলামিয়া হাসপাতালে সিজারের মাধ্যমে জমজ ৪ কন্যা সন্তানের জন্ম দিয়েছেন সোনিয়া পারভিন (২৩) নামের এক গৃহবধূ।

গৃহবধূ খুকনী ইউনিয়নের ব্রাহ্মণ গ্রামের ভ্যান চালক সবুজের স্ত্রী। আরবিতে ৪ নবজাতকের নাম সাজিয়ে রাখা হয়েছে লাম, মীম, নূন ও জীম। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। এছাড়াও এদের সংসারে ১১ বছর বয়সী আর একটি মেয়ে সন্তান রয়েছে।

হাসপাতালের ম্যানেজার গোলাম মোস্তফা জানান, মা ও নবজাতকদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য নিউনেটাল ওয়ার্ডে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে রাখা হয়েছে।

সিরাজগঞ্জে গাঁজাসহ ৪ মাদক কারবারি আটক শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডাঃ এম আর তালুকদার মুজিব বলেন, ৪ টি কন্যা সন্তানের মধ্যে একটি খুবই কম ওজন নিয়ে জন্ম নিয়েছে।

তাকে সহ সব শিশুকেই পর্যবেক্ষণে রাখা হয়েছে। আশাকরি মা সহ নবজাতকরা সুস্থ থাকবে। সবুজ ও তার স্ত্রী সোনিয়া বলেন, এবার একসাথে চার কন্যা সন্তানের জন্ম হওয়ায় আমার পরিবার ও আত্মীয় স্বজন সবাই খুশি হয়েছে। এটা আল্লাহর তাআলার রহমত। তবে আমরা গরীব মানুষ, ৪ নবজাতকের ভরনপোষণ করতে অনেক কষ্ট হবে।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।