চাঁপাইনবাবগঞ্জে সততা ইজিবাইক সমিতির ঈদ সামগ্রী বিতরণ

মোঃ জমশেদ আলী

চাঁপাইনবাবগঞ্জে সততা ইজি বাইক সমিতির পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ৪ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে আলিনগর স্কুলের সামনে সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মো খাজিমুদ্দিন এর সভাপতিত্বে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রনেতা ও সততা ইজিবাইক সমিতির উপদেষ্টা মোঃ আব্দুল মজিদ, চাঁপাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জমশেদ আলী,সততা ইজি বাক সমিতির সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম সহ ইজিবাইক সমিতির অন্যান্য সদস্যবৃন্দ। সততা ইজিবাইক সমিতির সদস্যদের উদ্দেশ্যে বক্তরা বলেন সমিতির সকল সদস্যদের মিলেমিশে কাজ করার পরামর্শ দেন অতিথিরা। ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে নতুন কমিটির পরিচয় করিয়েদেন এবং তাদেরকে ফুলের মালা দিয়ে অভিনন্দন জানান। সমিতির ৬০ জন সদস্যকে ঈদ সামগ্রী প্রদান করা হয়েছে।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।