গোমস্তাপুর প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খানের চেষ্টায় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং রহনপুর পৌরসভা কে আরো আধুনিক করতে।
চার তলা মার্কেট নির্মাণ কাজ ৬ তলা ফাউন্ডেশন সহ lUGlP প্রকল্পের আধুনিক বহুতল মার্কেট কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
শনিবার ০৬ এপ্রিল (২০২৪) বিকাল ৪ টায় ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ৪৪- চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের জাতীয় সংসদ সদস্য ও বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুঃ জিয়াউর রহমান (এমপি) এ সময় উপস্থিত ছিলেন রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা, প্যানেল মেয়র জাহানারা পারভিন, পৌর কাউন্সিলার মোস্তাফিজুর রহমান জেম, বিশিষ্ট ব্যবসায়ী মুশা মারচেন্ট প্রমুখ মোট ৭ কোটি ৪৫ লক্ষ ৯৮ হাজার ১৭০ টাকা lUGlP এই প্রকল্প বাস্তবায়ন করছে।