মোঃ জমশেদ আলী
চাঁপাইনবাবগঞ্জে এসএসসি ৯৯ এর উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৬ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় ক্লাবসুপার মার্কেটের কাজী ফার্মস কিচেন হোটেলে এ ইফতার পার্টির আয়োজন করা হয়।
ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন এসএসসি ৯৯ চাঁপাইনবাবগঞ্জের ফারুক হোসেন,মোঃ তারিক,রবিউল,বাশার,আবির, শাহ নাজিম,শরিফ,আবুল কালাম আজাদ,রানা,মুনির,ডিউক,সেলিম, শরিফুল,সুজন,শাহীন,বুলবুল,আল আমিন,শহিদুল, মোস্তাফিজুর,হারুন,মুনিরুল, ডেইজি,সুমি প্রমুখ।
ইফতার ও দোয়া মাহফিলে এসএসসি ৯৯ সকল সদস্যদের জন্য দোয়া করা হয়। এছাড়াও সারা দেশব্যাপী ৯৯ ব্যাচের প্রয়াত বন্ধুদের জন্য তাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন ৯৯ এর সদস্য মোঃ তারিক।