চাঁপাইনবাবগঞ্জে এসএসসি ৯৯ এর রজত জয়ন্তী উৎসব বন্ধু আড্ডার ফরম উন্মোচন

মোঃ জমশেদ আলী

 চাঁপাইনবাবগঞ্জে আগামী ৫ জুলাই শুক্রবার এসএসসি ৯৯ এর ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রজত জয়ন্তী উৎসব বন্ধু আড্ডা প্রোগ্রামের ফরম উন্মোচন করা হয়েছে। ৬ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় ক্লাবসুপার মার্কেটের কাজী ফার্মস কিচেন হোটেলে ইফতার পর সন্ধ্যা সাড়ে ৭ টায় রজত জয়ন্তী উৎসব বন্ধু আড্ডা এর ফরম উন্মোচন করা হয়। প্রোগ্রামের আয়োজক গণ জানান চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যেরবাহী ফল আম কে কেন্দ্র করে জুলাই মাসে রজত জয়ন্তী উৎসব বন্ধু আড্ডা প্রোগ্রামের উদ্যেগ গ্রহণ করা হয়েছে। ৯৯ এর অনেক বন্ধু বিভিন্ন জেলা হতে আম কে কেন্দ্র করে রজত জয়ন্তী উৎসবে হাজির হবে। জেলার বাহিরের বন্ধুরা নিজে গাছ থেকে আম পেড়ে খাওয়ার সুযোগ থাকবে।প্রোগ্রামে ভিন্ন একটা ফ্লেভার থাকবে। প্রোগ্রামের স্থান নির্ধারণ করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জ শহীদ সাটু অডিটোরিয়ামে। দিনব্যাপী প্রোগ্রামে সকালের নাস্তা, দুপুরের খাবার, বিকালের চা ও কফি এবং রাতের খাবার সহ থাকছে চমৎকার সাংস্কৃতিক অনুষ্ঠান ও চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী গম্ভীরা গান।


রজত জয়ন্তী উৎসব বন্ধু আড্ডা প্রোগ্রামে চাঁদা ধরা হয়েছে একজন ৯৯৯ টাকা,কাঁপল ১৪৯৯ টাকা এবং ৫ বছরের উদ্ধের্র ৪০০ টাকা নির্ধারন করা হয়েছে। প্রোগ্রাম বাস্তবায়ন এর জন্য ১১ সদস্যের একটি কমিটি ঘোষণা করা হয়েছে। ফরম উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএসসি ৯৯ চাঁপাইনবাবগঞ্জের ফারুক হোসেন,মোঃ তারিক,রবিউল,বাশার,আবির, শাহ নাজিম,শরিফ,আবুল কালাম আজাদ,রানা,মুনির,ডিউক,সেলিম, শরিফুল,সুজন,শাহীন,বুলবুল,আল আমিন,শহিদুল, মোস্তাফিজুর,হারুন,মুনিরুল, ডেইজি,সুমি আলী আসগর,সারওয়ার জাহান,আবু সাঈদ,মেহেদী, তুহিন,উম্মে কুলসুম, তসলিম,নাসির,গোলাম মোস্তফা প্রমুখ। আয়োজক বৃন্দ রজত জয়ন্তী প্রোগ্রাম বাস্তবায়নে সকল ৯৯ বন্ধুদের সহযোগিতা কামনা করেন তারা।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।