নিউজ ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জে পবিত্র রমজান মাসে নিম্নআয়ের মানুষের যেন কষ্ট না হয় সে জন্য ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রয় শুরু হয়েছে।
তারই ধারাবাহিকতায় শনিবার (৬ এপ্রিল) সকাল ৯ টার দিকে দ্বারিয়াপুর গোরস্থান সংলগ্ন ৪নং ওয়ার্ড কাউন্সিলর কামাল আহমেদ রাজু'র অফিসের সামনে বিক্রয় কেন্দ্রে এ কার্যক্রমের উদ্বোধন করেন, ৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কামাল আহমেদ রাজু।
এ সময় উপস্থিত ছিলেন, ৪.৫.৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর কারিমা আখতার বানু। এ বিষয়ে ওয়ার্ড কাউন্সিলর মোঃ কামাল আহমেদ রাজু বলেন, প্রথম পর্যায়ে আজ ৭৩৬ টি পরিবারকে ৫ কেজি চাল, ২ কেজি তেল, ২ কেজি মুসুরের ডাল ও ১ কেজি চিনি সম্বলিত পণ্যর প্যাকেট সুশৃঙ্খল ভাবে বিতরণ করা হয়।
এসব পণ্যর মূল্য ছিলো ৫৪০ টাকা। উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ জেলার ৪৫টি ইউনিয়ন ও ৪টি পৌরসভায় প্রথম ধাপে কার্ডধারী ১ লাখ ৩০ হাজার ৩২০ জন নিম্নআয়ের মানুষ এসব পণ্য কেনার সুযোগ পাবে।
২১০টি স্থানে ৩১ জন ডিলারের মাধ্যমে প্রতি কেজি চাল ২৭ টাকা করে ৫ কেজি, ৬৫ টাকা হিসাবে ২ কেজি মসুরের ডাল, প্রতি লিটার ১১০ টাকা হিসাবে ২ লিটার সয়াবিন তেল ও কেজি ৫৫ টাকা হিসাবে ১ কেজি চিনি বিক্রয় করা হচ্ছে।
১ লাখ ৩০ হাজার ৩২০ জনের মধ্যে সদর উপজেলার ১৪টি ইউনিয়নে ৩১ হাজার ৮৫৭ জন ও চাঁপইনবাবগঞ্জ পৌরসভার ১৫টি ওয়ার্ডে ৯ হাজার ৭০৪ জন, শিবগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়নে ৪১ হাজার ৯৯১ জন ও শিবগঞ্জ পৌরসভায় ৩ হাজার ৪২৯ জন, গোমস্তাপুর উপজেলার ৮টি ইউনিয়নে ২০ হাজার ৫১৩ জন ও রহনপুর পৌরসভায় ২ হাজার ৯৩৫ জন। নাচোল উপজেলার ৪টি ইউনিয়নে ১০ হাজার ৭৮৯ জন ও নাচোল পৌরসভায় ২ হাজার ৩৫৬ জন এবং ভোলাহাট উপজেলার ৪টি ইউনিয়নে ৬ হাজার ৭৪৬ জন এই খাদ্যপণ্য ক্রয়ের সুযোগ পাবেন।
এ কর্মসূচিটি বাস্তবায়নের মধ্যদিয়ে বাজারমূল্য নিয়ন্ত্রণে আসবে। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র কর্তৃক ৪ নং ওয়ার্ডের ৯ টি জামে মসজিদের ইমামদের ঈদের বোনাশ ২০০০ টাকা ও ৫ টি ঈদ গাহ পরিস্কার ও লাইটিং এর জন্য ৩০০০ টাকা, ঈদ গাহের সভাপতি সেক্রেটারি ও ইমামদের হাতে তুলে দেন কাউন্সিলর রাজু।
এছাড়াও ঈদ উপলক্ষে কাউন্সিল কামাল আহমেদ রাজু'র ব্যাক্তিগত উদ্যোগে ২০০ জন অসহায় দরিদ্র মানুষের মাঝে বিনা মূল্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।