ঈদযাত্রায় পোশাক শ্রমিকদের সুখবর দিলেন রেলমন্ত্রী

নিউজ ডেস্ক

গার্মেন্টস ব্যবসায়ীদের বাড়ি ফেরা নিয়ে বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয়ে মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম বলেছেন, “গার্মেন্টস ব্যবসায়ীদের বাড়ি ফেরা নিয়ে আমরা খুব চিন্তিত।

প্রধানমন্ত্রীর নির্দেশে ঈদযাত্রা নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যের সঙ্গে যাতে তারা বাড়ি যেতে পারে এ ব্যাপারে আমরা ব্যবস্থা নিয়েছি। এবার গার্মেন্টস শ্রমিকদের জন্য আগামী দুই দিন আমরা আলাদা বিশেষ ট্রেনের ব্যবস্থা করে দিয়েছি।

রবিবার (৭ এপ্রিল) দুপুর ২টায় রাজবাড়ীর পাংশা ডাকবাংলোতে গার্ড অব অনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। গণমাধ্যমকর্মীদের আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “গার্মেন্টস শ্রমিকদের দাঁড়িয়ে যাওয়ার জন্য স্ট্যান্ডিং টিকিটের ব্যবস্থা করা হয়েছে এবং তাদের জন্য আলাদা বগি ও সকল ধরনের সুবিধার ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও পড়ুন: বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, রাজবাড়ী জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, পাংশা মডেল থানার ওসি স্বপন কুমার মজুমদার উপস্থিত ছিলেন।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।