চাঁপাইনবাবগঞ্জে প্রবীণ নিবাসে ডিসির ঈদ উপহার

কামাল সুকরানা

চাঁপাইনবাবগঞ্জের দক্ষিণ শহর আতাহার এলাকায় মহানন্দা প্রবীণ নিবাসে বসাবাসরতদের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদ উপহার হিসাবে শাড়ি ও লুঙ্গী এবং ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ রোববার বিকেলে জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন তাদের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গী তুলে দেন এবং তাদের সাথে কুশলবিনিময় করেন। জেলা প্রশাসককে পেয়ে প্রবীন আবেগ আপ্লুত হয়ে পড়েন। এসময় জেলা প্রশাসক বলেন, সিয়াম সাধনার মাসের পর পবিত্র ঈদুল ফিতর। তারা আনন্দেও সাথে ঈদ উযাপন করতে পারে। তারা আমাদের পরিবারের সদস্য, তাদেরকে আলাদাভাবে দেখা হয় না। তাদের প্রতি শ্রদ্ধা ও ভালবাসার নিদর্শনস্বরূপ আনন্দকে ভাগাভাগি করে নিতেই এ আয়োজন। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম, জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আব্দুল্লা আল মামুন, বিশিষ্ট ব্যবসায়ী আকবর হোসেন।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।