কামাল সুকরানা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে ৬৪৯ জন দুঃস্থ ও অসহায় ব্যক্তির মাঝে সাড়ে ৭ লাখ টাকা আর্থিক সহায়তা এবং ২’শ জনের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে আর্থিক সহায়তা তুলে দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। এসময় তিনি বলেন, ঈদের আনন্দ আপনাদের সঙ্গে ভাগাভাগি করে নিতে মানবতার প্রতীক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এ উপহার দেওয়া হলো, আপনারা তাঁর জন্য দোয়া করবেন। সবাই মিলে সুন্দরভাবে ঈদ পালন করবেন এবং মিলেমিশে থাকবেন। এদিকে সকাল সাড়ে ১০টায় চাঁপাইনবাবগঞ্জ কালেক্টরেট ইংলিশ স্কুল প্রাঙ্গণে ২’শ জনের মাঝে ১ কেজি আতব চাল, ১ কেজি চিনি, ৫’শ গ্রাম মশুর ডাল, ১ লিটার তেল, ১ কেজি পিঁয়াজ, ২ কেজি আলু, সেমাই, লাচ্ছা সেমাই, নুডলস, মশলা, জিরা, কিসমিস, গুড়া দুধ, বুদিয়া, লবণ ও লাক্স সাবান বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। ঈদ সামগ্রী নিতে আসা অসহায় ব্যক্তিরা বেশ আনন্দিত হন। এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক দেবেন্দ্রনাথ উরাঁও, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তাছমিনা খাতুন, সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আব্দুল্লা আল মামুন প্রমুখ।