সারওয়ার জাহান সুমন
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার প্রাণকেন্দ্র রহনপুরে সমাজের অসহায় দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্য।
মঙ্গলবার (৯ এপ্রিল ) সকাল ১১টায় রহনপুর আহম্মদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা পারভেজ রহমান কাজল, সভাপতি ফাহমিদ হুসাইন, সাধারণ সম্পাদক রিফাতুজ্জামান অপু, সহ-সাধারণ সম্পাদক মাহফুজ আহমেদ নীরব সহ অন্যান্য সদস্যবৃন্দ।
২০১৭ সালে বন্যা কবলিত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণের মধ্য দিয়ে এ সংগঠনটির যাত্রা শুরু হয়। প্রসঙ্গত: ঈদের আনন্দ ভাগাভাগি করতে ১০০ টি পরিবারের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।