কামাল সুকরানা
চাঁপাাইনবাবগঞ্জে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ৫টি উপজেলায় ৫৩৫ টি ঈদগাহে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।
জেলা শহরে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায় পুরাতন জেলা ষ্টেডিয়ামে এবং নিমতলাস্থ ফকিরপাড়া কেন্দ্রীয় ঈদগাহে সকাল সোয়া ৮টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। এছাড়া কিছু খোলা মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।
তবে, ঈদের দিন বৃষ্টির সম্ভাবনা দিলে জেলা মডেল মসজিদ, সদর উপজেলা মডেল মসজিদ ও কোর্ট জামে মসজিদসহ বিভিন্ন মসজিদে সুবিধামত সময়ে নামাজ অনুষ্ঠিত হবে বলে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন সুত্রে জানা গেছে।
এরইমধ্যে জেলার প্রতিটি ঈদগাহ মাঠ রং ও পরিস্কার-পরিচ্ছন্ন করে নামাজ আদায়ের জন্য পরিবেশ তৈরী করা হয়েছে। জানা গেছে, জেলার ৫টি উপজেলায় ৫৩৫ টি ঈদগাহে বা খোলা জায়গায় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।
এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদরে ১৭১টি , শিবগঞ্জে ১৫৯ টি, গোমস্তাপুরে ১১৪ টি, নাচোলে ৬০ টি এবং ভোলাহাটে ৩১টি ঈদগাহসহ খোলা মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।
এদিকে আবহাওয়া অনুুকুলে থাকলে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় জেলা শহরের পুরাতন ষ্টেডিয়ামে এবং সকাল সোয়া ৮ টায় নিমতলাস্থ ফকিরপাড়া কেন্দ্রীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে।
তবে বৃষ্টির সম্ভাবনা দেখা দিলে বিকল্প হিসেবে জেলা মডেল মসজিদসহ অন্যান্য মসজিদগুলোতে ঈদের নামাজ আদায়ের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।