বালিয়াডাঙ্গা আ.লীগ নেতার ওপর সন্ত্রাসী হামলা

কামাল সুকরানা

চাঁপাইনবাবগঞ্জে বালিয়াডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ব্যবসায়ী আব্দুল্লাহ আল মামুন জর্জের ওপর হামলা চালায় প্রতিপক্ষরা। জমি জমা নিয়ে বিরোধের জের ধরে এই ঘটনা ঘটেছে। এসময় তিনি গুরুতর আহত হন।

 মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের নশিপুর বয়লার বিল এলাকায় এ ঘটনা ঘটে। আহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতে বালিয়াডাঙ্গা ইউনিয়নের নশিপুর বয়লার বিল থেকে ফেরার পথে অতর্কিত হামলা করে কয়েকজন ব্যক্তি। তাদের হাতে থাকা রড, লাঠিসোটা ও বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে বেধড়ক মারধর করা হয় তাকে।

এসময় তার হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করে। জেলা হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মোঃ ইফতেখার জানান, এক্স-রে রিপোর্ট অনুযায়ী দেখা যায়, রডের আঘাতে আব্দুল্লাহ আল মামুন জর্জের হাত ও পায়ের ৩টি স্থানের হাড় ভেঙেছে। এছাড়াও শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে। শক্ত বস্তু দিয়ে তার শরীরের বিভিন্ন অংশে আঘাত করা হয়েছে। আহত’র ভাই আব্দুল্লাহ আল মাসুদ বলেন, গত ২২ মার্চ আমার খালার জমি দখল করা নিয়ে ভিডিও করা নিয়ে আমাকে বেধড়ক পেটায় নশিপুর গ্রামের কালাম, রাকিব, রজিবুলসহ কয়েকজন যুবক। এনিয়ে মামলা করলে পুলিশ একজনকে আটক করেছে। এরপর থেকেই তারা আমাকে ও আমার ভাইকে প্রাণনাশের হুমকি দেয়। এরই প্রেক্ষিতে রাতের অন্ধকারে প্রতিপক্ষরা এ হামলা চালায়।

হামলার বিষয়টি নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মিন্টু রহমান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। পরবর্তীতে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।