ধর্মীয় ভাবগাম্ভীর্য’র মধ্যদিয়ে চাঁপাইনবাবগঞ্জে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত

কামাল সুকরানা

ধর্মীয় ভাবগাম্ভীর্য’র মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। এক মাস সিয়াম সাধনার পর ধর্মপ্রাণ মুসল্লিরা জেলার বিভিন্ন ঈদগাহে ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন। সংসদ সদস্য, জেলা প্রশাসনের কর্মকর্তা ও জেলার রাজনীতিবিদরা তাদের নিজ নিজ এলাকায় ঈদের নামাজ আদায় করেছেন।


চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ আব্দুল ওদুদ তার নিজ এলাকা কৃষ্ণগোবিন্দপুর মিয়াপাড়া ঈদগাহে সকাল ৮টায় ঈদের নামাজ আদায় করেন। নামাজ আদায় শেষে মুসল্লীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। অপরদিকে, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল মনাকষা কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৮টায় ঈদের নামাজ আদায় শেষে মুসল্লীদের সাথে ঈদের কুশল বিনিময় করেন। এদিকে, চাঁপাইনবাবগঞ্জ শহরে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল সাড়ে ৭ টায় পুরাতন জেলা স্টেডিয়ামে। ইমামতি করেন কোর্ট জামে মসজিদের খতিব মাওলানা মোঃ হোসেন আলী। ঈদের নামাজে অংশ নেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁনসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা।


নামাজের আগে জেলা প্রশাসক মুসুল্লিদের ঈদের শুভেচ্ছা জানিয়ে ধর্মীয় ভাবগাম্ভির্য বজায় রেখে ঈদ উদযাপন এবং ঈদুল ফিতরের শিক্ষায় উজ্জীবিত হয়ে সকলের মাঝে ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার আহবান  জানান। নামাজের পর ঈদের বিশেষ খুতবা পড়া হয়। এরপর দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাতের মাধ্যমে শেষ হয় ঈদের জামাত। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ রুহুল আমিন তার নিজ এলাকা উপর রাজারামপুর ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন এবং মুসল্লীদের সাথে ঈদের কুশল বিনিময় ও কোলাকুলি করেন। এছাড়া জেলা পুলিশ লাইনসে ঈদের নামাজ আদায় করেন পুলিশ সুপার মোঃ ছাইদুল হাসানসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।