দেওপাড়া খেসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নাসিম আলী

নাচোলে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দেওপাড়া খেসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন এবং সাবেক ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে চন্দ্রসখা উচ্চ বিদ্যালয় চত্বরে সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে ঈদ পুনর্মিলনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাইম মুন্নি, কসবা ইউপির চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব, সদর ইউপির চেয়ারম্যান শফিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবির সভাপতি অ্যাড. একরামুল হক পিন্টু, রাজশাহী সরকারি কলেজের সহকারী অধ্যাপক (ইসলামের ইতিহাস) তোফায়েল আহম্মেদ এবং চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের প্রভাষক জামাল উদ্দিন, দেওপাড়া খেসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভরত চন্দ্র মাহাত। চন্দ্র শাখার হাই স্কুলের প্রধান শিক্ষিকা রহিমা বেগম, মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক মনিরুল ইসলাম সমাজ সেবক আনারুল ইসলাম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবির বিল্ডার্স অ্যান্ড ডেভেলাপার কোম্পানির মামুন অর রশিদ, দৈনিক যুগান্তরের নাচোল প্রতিনিধি এবং বরেন্দ্র প্রেস ক্লাবের সভাপতি জোহরুল ইসলাম জোহির দৈনিক সকালের সময় নাচোল উপজেলা প্রতিনিধি মোঃ নাসিম প্রমুখ। আলোচনা সভা শেষে সাবেক শিক্ষকদের মধ্যে সম্মানা স্মারক তুলে দেওয়া হয় এবং বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।