নওগাঁ প্রতিনিধি
নওগাঁর মান্দায় স্বপ্নচুড়া ফাউন্ডেশনের উদ্যোগে ২০টি অসহায় পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। রোববার (১৪ এপ্রিল)বেলা সাড়ে ১০ টার সময় উপজেলার বালুবাজার কেজি স্কুল মাঠে এসব ছাগল বিতরণ করা হয়।
স্বপ্নচুড়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ্যাড.ওয়ালী উল্লাহার সঞ্চালনায় সভাপতিত্ব করেন,স্বপ্নচুড়া ফাউন্ডেশনের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ইলিয়াস খান। ছাগল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,বগুড়া সরকারি আজিজুল হক কলেজের সাবেক অধ্যাপক জাহাঙ্গীর আলম।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অধ্যাপক সাদিকুল ইসলাম। মান্দা সদর ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন,পরানপুর ইউপির সাবেক চেয়ারম্যান আজহারুল হক,ইউপি সদস্য আকরাম হোসেন ও আতাউর রহমানসহ এলাকার গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।