নাসিম আলী
আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা পরিষদ নির্বাচনে প্রথমবারের মত অনলাইনে মনোনয়নপত্র দাখিল করেছেন চেয়ারম্যানপদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জনের মনোনয়নপত্র দাখিল করেছেন।
চেয়ারম্যান পদে মনোনয়নত্র দাখিল করেছেন বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সেক্রেটারি আব্দুল কাদের, যুবলীগ নেতা আবু রেজা মোস্তফা কামাল শামীম এবং জামায়াত ইসলামীর ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাড.সিরাজুল ইসলাম।
ভাইস চেয়ারম্যানপদে মনোনয়ন দাখিল করেছেন, বর্তমান ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু, উপজেলা আ.লীগের যুগ্ম সম্পাদক আশরাফুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক কামাল হোসেন, এবং বিএনপি সমর্থিত একাংশের দুরুল হোদা। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাইম মুন্নি, যুবমহিলালীগের শামিমা খাতুন লিপি এবং রাশিদা খাতুন।
নাচোল উপজেলা সহকারি নির্বাচন কর্মকর্তা রাকিব হোসেন জানান, ১৫এপ্রিল প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিন থাকলেও পবিত্র ঈদুল ফিতরের কয়েকদিন আগেই চেয়ারম্যান প্রার্থীরা অনলাইনে মনোনয়ন পত্র দাখিল করেছেন।
চেয়ারম্যানপদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জনের মনোনয়নপত্র দাখিল করেছেন।