নওগাঁ প্রতিনিধি
নওগাঁর মান্দায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এরশাদ আলী (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে তার নিজস্ব ব্যবসায়ী প্রতিষ্টানে বিদ্যুৎ স্পৃষ্ট তার মৃত্যু হয়।
ঘটনাটি ঘটেছে উপজেলার পরানপুর ইউপির গোপালপুর বাজারে।নিহত যুবক উপজেলার পরানপুর ইউপির বান্দাইপুর গ্রামের নওশাদ আলীর ছেলে।
জানা গেছে, নিহত যুবক পেশায় একজন কাপুড় ব্যবসায়ী (দর্জি)। প্রতিদিনের ন্যায় তিনি সকালে বেলা তার ব্যবসায়ী প্রতিষ্ঠানে আসে।এরপর অর্ডারকৃত জামা-কাপড় আযরণ করার সময় অসাবধানতাবসত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
এব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক কাজী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।