নিউজ ডেস্ক
হংকংয়ে এই প্রথম কোনো মানুষের দেহে শনাক্ত হলো নতুন এক ভাইরাস, নাম বি। সম্প্রতি দেশটিতে একটি বানর ৩৭ বছর বয়সী এক ব্যক্তিকে কামড় দেওয়ার পর তিনি এই ভাইরাসে আক্রান্ত হন।
তবে বিশ্বে এই ভাইরাস নতুন নয়। এর আগে আমেরিকা, কানাডা ও জাপানে এই ভাইরাস শনাক্ত হয়েছে। হংকংয়ের স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার জানায়, চলতি মাসের প্রথম দিকে এই ভাইরাস শনাক্ত হয়। এরই মধ্যে এই ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে দেশটির সেন্টার ফর হেলথ প্রটেকশন (সিএইচপি)।
এই ভাইরাসের আরেক নাম হার্পেস সিমি ভাইরাস। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, বানরের কামড় থেকেই মূলত এই ভাইরাস মানুষের দেহে আসে। তবে মানুষের দেহ থেকে অন্যজনের দেহে এই ভাইরাসের সংক্রমণের ঝুঁকি কম।
হংকংয়ে বি ভাইরাসে আক্রান্ত ব্যক্তির পরিবার জানায়, গত ফেব্রুয়ারিতে ক্যাম সান কাউন্ট্রি পার্কে যান ওই ব্যক্তি। ওই সময় তাঁকে কামড়ে দেয় একটি বানর। এরপর গত মাসে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর দেহে জ্বর ও মাথায় কিছু সমস্যা ছিল।
তিনি প্রায়ই অজ্ঞান হচ্ছিলেন। হংকংয়ের সেন্টার ফর হেলথ প্রটেকশনের (সিএইচপি) মুখপাত্র বলছেন, বানরের থুতু ও মলমূত্র থেকে এই ভাইরাস ছড়াতে পারে। তবে সব বানরের নয়, বিশেষ জাতের বুনো বানরের।
এর লক্ষণ অনেকটাই অন্যান্য ফ্লুর মতো। আমেরিকার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ বিভাগ সিডিসি বলছে, বি ভাইরাসে আক্রান্তের ঘটনা খুব কম। এতে আক্রান্ত হলে মস্তিষ্কের ক্ষতি হতে পারে। এমনকি মৃত্যুও হতে পারে।
রোগে আক্রান্ত হলে যথাসময়ে চিকিৎসা প্রয়োজন। বানরের কামড়ের পর জায়গাটি ভালোভাবে ধুয়ে নিতে হবে। এতে বিভিন্ন প্রতিষেধক ব্যবহার করলে ভালো। এরপর চিকিৎ