নিউজ ডেস্ক
রাজধানীর গুলশানে ক্যাফে সেলিব্রেটি বারের সামনে মারামারির ঘটনায় সেই ৩ তরুণীকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (১৭ এপ্রিল) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।
গ্রেপ্তার তরুণীরা হলেন- শারমিন আক্তার মিম, নুসরাত আফরিন বৈশাখী ও ফাহিমা ইসলাম। বুধবার রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ডিবি হারুন জানান, ক্যাফে সেলিব্রেটি বারের সামনে মারামারির ঘটনায় গুলশান থানায় মামলা হওয়ার পর রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
তাদের কারও মদ খাওয়ার লাইসেন্স ছিলো না। এর আগে এ ঘটনায় রিতা আক্তার সুম্মি (২৫) নামে আরেক তরুণী বাদী হয়ে গুলশান থানায় মামলা করেন।
প্রসঙ্গত, গত ১৪ এপ্রিল রাতে গুলশানের ক্যাফে সেলিব্রেটি বার থেকে মদ খেয়ে বের হওয়ার সময় মারামারিতে জড়ায় একদল তরুণী। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।