শিবগঞ্জে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে অবহিতকরণ সভা

আব্দুল কাদির

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সমাজের গণ্যমাণ্য ব্যক্তি, বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, ইমাম, এনজিও প্রতিনিধি ও গণমাণ্য ব্যক্তিদের নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে উজিরপুর ইউনিয়ন পরিষদ আয়োজিত ইউনিয়ন পরিষদ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।

উজিরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দুরুল হোদার সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইউনিয়ন পরিষদ সচিব ইকবাল আব্বাসী ও ইউপি সদস্য হাবিবুর রহমানসহ অন্যরা।

সভায় সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নের লক্ষে বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করা হয়।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।