আব্দুল কাদির
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সমাজের গণ্যমাণ্য ব্যক্তি, বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, ইমাম, এনজিও প্রতিনিধি ও গণমাণ্য ব্যক্তিদের নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে উজিরপুর ইউনিয়ন পরিষদ আয়োজিত ইউনিয়ন পরিষদ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
উজিরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দুরুল হোদার সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইউনিয়ন পরিষদ সচিব ইকবাল আব্বাসী ও ইউপি সদস্য হাবিবুর রহমানসহ অন্যরা।
সভায় সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নের লক্ষে বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করা হয়।