নওগাঁ প্রতিনিধি
নওগাঁর মান্দায় পূর্ব শত্রুতার জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে মারপিট করে রক্তাক্ত জখম ও টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকালে উপজেলার গোপালপুর বাজারের ইসলামী এজেন্ট ব্যাংকের সামনে এই মারপিট ও টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী মামুনুর রশিদ (৪৫) উপজেলার পরানপুর ইউপির মৃত রোস্তম আলীর ছেলে। অভিযুক্তরা হলেন, একই এলাকার প্রতিবেশী আব্দুর কুদ্দুস (৪০),রেজু (৩০), মমিন (২২),রবিউল ইসলাম (৩২), আতাউর রহমান (৩০) ও কুদ্দুস (৫০) সহ আরো অজ্ঞাতনামা ১০-১২ জন।
অভিযোগ সুত্রে জানাগেছে, ঘটনার দিন সকালে ভুক্তভোগী মামুনুর রশিদের খলিয়ানে প্রবেশ করে হামলা ও মারপিট করে অভিযুক্তরা।একই ঘটনার জের ধরে ওইদিন বিকেল ৬ টায় গোপালপুর বাজারে পথরোধ করে এলোপাতাড়ি ভাবে মারপিট করেন।
মারপিটে ঘটনায় মামুনুর রশিদের চারটি দাঁত গুরুত্বর জখম হয়েছে।মাপিটের পর আহতের বসতবাড়িতে হামলা ও ভাংচুর চালিয়েছেন।আহত মামুনুর রশিদকে স্থানীয়রা উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
এব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী জানান, অভিযোগ পেয়েছি। ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।