শিবগঞ্জে মুক্তিযোদ্ধার ছেলেকে মারপিট জখম, জীবন নাশের হুমকী থানায় অভিযোগ

আব্দুল কাদির

শিবগঞ্জে পুর্ব শত্রুতার জের ধরে বীর মুক্তিযোদ্ধার ছেলেকে মারপিট করে জখম ও জীবন নাশের হুমকী দেয়ার ঘটনায় অভিযোগ দেয়ার ১৫দিনেও তদন্ত না হওয়ায় ভুক্তভোগী ক্ষোভ প্রকাশ করেছে।

ঘটনাটি ঘটেছে গত ৩ এপ্রিল জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ঈদগাহ মোড়ের চৌধুরী মার্কেটে।

ভুক্তভোগী মনাকষা ইউনিয়নের হাউসনগর গ্রামের মরহুম বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানে ছেলে তারেক আজিজ।

এ ঘটনায় ভুক্তভোগী তারেক আজিজ ঐ দিন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ বরাবর তারেক আজিজের স্বাক্ষরিত একটি অভিযোগ সূত্রে ও সরাসরি তার সাথে কথা বলে জানা গেছে গত ৩ এপ্রিল বিকেল ৪ টার দিকে মনাকষা ঈদগাহ মোড়ে চৌধুরী মার্কেটে মনাকষা ইউনিয়নের হাউসনগর গ্রামের জিয়া পিওন, দুখু মিয়া, মনিম সহ ৮-১০জন আকস্মিকভাবে তারেক আজিজের ওপর হামলা চালিয়ে মারপিট করে জখম করে এবং প্রাণ নাশের হুমকী দেন।

এ সময় তারেক আজিজ ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ এসে তাকে উদ্ধার করে। স্থানীদের সহযোগিতায় তাকে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

তারেক আজিক জানায় শিবগঞ্জ থানায় অভিযোগ করার ১৫দিন গত হলেও কোন তদন্ত হয়নি। বর্তমানে আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। এমনকি বাড়িতেও থাকতে পারি না। বাইরে অবস্থান করছি।

তবে ঘটনার তদন্তকারী অফিসার শিবগঞ্জ থানার এস আই সোহেল রানা জানায় তারেক আজিকের ঘটনাটি মূলত টাকা লেন দেনের। তদন্তের কাজ চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

অন্য দিকে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন জানায় বীর মুক্তিযোদ্ধার সন্তানকে যাতে কেউ অহেতুক হয়রানী করতে বা জীবন নাশের হুমকী দিতে না পারে সেজন্য ঘটনার তদন্তকারী অফিসার এস এস আইকে নির্দেশ দেয়া হয়েছে। তিনি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।