চুয়াডাঙ্গায় রেকর্ড তাপমাত্রা

নিউজ ডেস্ক

বৈশাখের খরতাপে চুয়াডাঙ্গায় তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। শুক্রবার (১৯ এপ্রিল) দুপুরে জেলায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

এ তাপপ্রবাহ আরও কয়েকদিন থাকতে পারে। চুয়াডাঙ্গার চার উপজেলায় স্বাস্থ্য সতর্কতার বিষয়ে মাইকিং করা হচ্ছে।

স্বাস্থ্য সতর্কতার বিষয়ে স্থানীয় বাসিন্দাদের সচেতন করতে এমন পদক্ষেপ বলে জানিয়েছেন জেলা প্রশাসক কিসিঞ্জার চাকমা।

অপ্রয়োজনে বাইরে বের হতে নিরুৎসাহিত করা হচ্ছে। বাইরে বের হলেও ছাতা, টুপি বা ক্যাপ দিয়ে মাথা ঢেকে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

পাশাপাশি এ ব্যাপারে প্রচার চালানো হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। গরমে অস্বস্তি কিংবা অসুস্থ বোধ করলে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

শুক্রবার বেলা ৩টার সময় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আদ্রতা ছিলো ১৭ শতাংশ। আগেরদিন বৃহস্পতিবার ছিলো ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। তীব্র তাপপ্রবাহে জেলার সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে।

দিনআনা দিন খাওয়া মানুষগুলো পড়েছে বেশ বিপাকে। এই রোদগরম উপেক্ষা করেই পেটের তাগিদে কাজে বের হতে হচ্ছে তাদের।

চুয়াডাঙ্গা শহরের একাডেমী মোড় এলাকায় এক ভ্যানচালক রহিম ভান্ডারী জানান, সকালেই কাজের সন্ধানে বাড়ি থেকে বের হয়েছি। দুপুরের পর থেকে রাস্তাঘাটে আর চলার মতো উপায় নেই। আর যাত্রীও নেই। তাই গাছের নিচে বসে অলস সময় কাটাতে হচ্ছে।

আগামী কয়েকদিনে জেলায় কোন ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছেন চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।