চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড

নিউজ ডেস্ক

চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে। শনিবার বিকেল তিনটায় তাপমাত্রা উঠেছে ৪২.৩ ডিগ্রি সেলসিয়াসে। চলমান মৌসুমের এই এলাকার সর্বোচ্চ তাপমাত্রা এটি।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক রাকিবুল হাসান এই তথ্য জানান। চুয়াডাঙ্গায় তীব্র দাবদাহ অব্যাহত রয়েছে। সকাল থেকেই রোদের তাপ ও ভ্যাপসা গরম।

জনজীবন হয়ে পড়েছে দুর্বিষহ। তীব্র রোদের তাপে মানুষ বাইরে আসতে পারছেন না। সকাল ৯টার পর থেকে রোদের তাপ অসহনীয় হয়ে উঠেছে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক রাকিবুল হাসান বলেন, শনিবার জেলায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এর আগে সকাল ৯টায় তাপমাত্রা উঠেছিল ৩৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে।

বেলা বেড়ে যাওয়ার সাথে সাথে তাপমাত্রাও বেড়েছে। গত মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত চুয়াডাঙ্গায় টানা দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে।

এ কয়দিন তাপমাত্রা থেকেছে ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। এর আগে চুয়াডাঙ্গায় শুক্রবার মৌসুমের আগের সর্বোচ্চ তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস বিরাজ করে। জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।