পাগলা মসজিদে দান ৬ কোটি ছাড়ালো, চলছে গণনা

নিউজ ডেস্ক

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে দানবাক্স থেকে পাওয়া ২৭ বস্তা টাকা গণনায় এরইমধ্যে ৬ কোটি ছাড়িয়ে গেছে। পাগলা মসজিদের নয়টি দান সিন্দুক খোলার কাজ শুরু হয় সকাল সাড়ে সাতটায়।

এখনও চলছে গণনার কাজ। শনিবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় মসজিদের ৯টি লোহার দানবাক্স খুলে মসজিদের দোতলায় আনা হয় গণনার জন্য। টাকা গণনাকালে বিকেল সাড়ে ৫টার আগেই ৬ কোটি ছাড়িয়ে গেছে। ধারণা করা হচ্ছে এবার ৭ কোটি ছাড়িয়ে যেতে পারে টাকার পরিমাণ এছাড়াও বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার পাওয়া গেছে। রূপালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ইতোমধ্যেই ৫কোটি ১৯ লাখ টাকা ব্যাংকের ভোল্টে জমা করা হয়ে গেছে।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।