রাজশাহী ভিশন ২০২১ ফাউন্ডেশনের ১৫ তম সাধারণ সভা অনুষ্ঠিত

শাহিনুর রহমান সোনা,রাজশাহী ব্যুরো

রাজশাহীর ঐতিহ্যবাহী ভিশন ২০২১ ফাউন্ডেশনের ১৫ তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

ভিশন ২০২১ এর সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় তাঁকে সংবর্ধনা দেয়া হয়।

এছাড়া একই দিনে ঐ সভামঞ্চে ভিশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এ্যাডঃ শামিম আখতার হৃদয় দামকুড়া হাট কলেজের সভাপতি, ভিশন সদস্য উপাধ্যক্ষ রইস উদ্দিন সাফিনা মহিলা কলেজের সভাপতি এবং ভিশন সদস্য অধ্যক্ষ নুরুল ইসলাম খাদেমুল ইসলান স্কুল এ্যান্ড কলেজের সভাপতি মনোনিত হওয়ায় তাঁদেরকেও সংবর্ধনা দেওয়া হয়।

শনিবার (২০ এপ্রিল) রাজশাহী নগরীর কোর্ট ঢালুর মোড় লোটাস কমিউনিটি সেন্টারে বেলা ১১ টা থেকে দুপুর পর্যন্ত এ সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

ভিশন ২০২১ ফাউনডেশনের সভাপতি মজিবর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের পরিচালনায় এসময় ভিশন সদস্য অধ্যক্ষ কামরুজ্জামান, অধ্যক্ষ তাজবুল ইসলাম, সাবেক সভাপতি নজরুল ইসলাম মানিক ও তানজির হোসেন দুলাল, সাবেক সাধারণ সম্পাদক সামশুজ্জামান রুবেল সহ কার্যনির্বাহি কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।