ব্যর্থতার দায় নিয়ে ইসরায়েলি গোয়েন্দাপ্রধানের পদত্যাগ

নিউজ ডেস্ক

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। এই হামলার তথ্য আগে থেকে জানতে এবং প্রতিহত করতে ব্যর্থ হয় ইসরায়েল।

এবার ব্যর্থতার দায়ভার নিয়ে পদত্যাগের ঘোষণা দিলেন ইসরায়েলের সামরিক বাহিনীর গোয়েন্দাপ্রধান মেজর জেনারেল আহারোন হালিভিয়া। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলায় ব্যর্থতার দায়ভার নিয়েছেন মেজর জেনারেল আহারোন হালিভিয়া।

এ কারণে তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছেন বলে জানায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। পরবর্তী গোয়েন্দাপ্রধান দায়িত্ব নিলে তাঁর পদত্যাগ কার্যকর হবে। এর আগে পদত্যাগ করে একটি চিঠি দিয়েছেন মেজর জেনারেল আহারোন হালিভিয়া।

এতে তিনি বলেন, গোয়েন্দা কার্যক্রমের মাধ্যমে তিনি ঠিকঠাক তথ্য জানতে পারেননি। এ কারণে হামলাটা হয়েছে। এর মধ্য দিয়ে হামাসের হামলার পর এই প্রথম কোনো জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তা ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করলেন।

ইসরায়েলে গত বছরের ৭ অক্টোবর হামলা চালায় হামাস। এতে ১ হাজার ২০০ ইসরায়েলি ও বিদেশি নিহত হয়েছে বলে জানা যায়। এরপর গাজায় হামলা শুরু করে ইসরায়েল। এখনো সেই হামলা চলছে। এই হামলায় এখন পর্যন্ত গাজায় ৩৪ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৫ । সর্বসত্ব সংরক্ষিত।