টফি অ্যাপে দেখা যাবে টি-টুয়েন্টি বিশ্বকাপ

নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্র-ওয়েস্ট ইন্ডিজে যৌথভাবে অনুষ্ঠিতব্য টি-টুয়েন্টি বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি দেখা যাবে টফি অ্যাপে। সামনের আরও ৫টি আইসিসি টুর্নামেন্টের সকল খেলা স্বতন্ত্রভাবে দেখা যাবে বাংলালিংকের ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্মটিতে।

মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছে বাংলালিংক। বিশ্বজুড়ে খেলা সম্প্রচারের বাস্তবতায় এবার অঞ্চলভেদে সম্প্রচার স্বত্ব বিক্রি করেছে আইসিসি।

২০২৫ সাল পর্যন্ত ছেলে ও মেয়েদের মোট ছয়টি বৈশ্বিক ইভেন্ট সম্প্রচারে টিএসএমের সঙ্গে চুক্তি হয়েছে আইসিসির। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার (আইসিসি) প্রত্যাশা, আগামী দুই বছরে বাংলাদেশে আরও বেশি মানুষের কাছে ক্রিকেট পৌঁছে যাবে।

চুক্তিতে অন্তর্ভুক্ত ইভেন্টগুলোর মধ্যে রয়েছে- চলতি বছরের ছেলেদের টি-টুয়েন্টি বিশ্বকাপ ও মেয়েদের বিশ্বকাপ, ২০২৫ সালে মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টুয়েন্টি বিশ্বকাপ, ছেলেদের চ্যাম্পিয়ন্স ট্রফি, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ও মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ।

ইভেন্টগুলোর মধ্যে আগামী সেপ্টেম্বর-অক্টোবরে মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ। ছয়টি টুর্নামেন্টে ছেলেদের ৭১টি ও মেয়েদের ৯৫টি ম্যাচ স্বতন্ত্রভাবে ডিজিটালি সম্প্রচার করবে টফি। এর আগে ২০২২ ফিফা বিশ্বকাপ, ২০২৩ এশিয়া কাপ ও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের খেলাও সম্প্রচার করেছে প্রায় ৫ কোটির বেশি গ্রাহকের প্ল্যাটফর্মটি।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।