রাজশাহী প্রতিনিধি
রাজশাহীতে পদ্মা নদীতে একসঙ্গে গোসল করতে নেমে তিন কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে পবা উপজেলার শ্যামপুর বালুর ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন কাটাখালি পৌরসভার শ্যামপুর ইউনিয়নের পশ্চিমপাড়ার রেন্টুর ছেলে মানুষ যুবরাজ (১৪), একই এলাকার নূর ইসলামের ছেলে নুরুজ্জামান (১৫) ও লিটনের ছেলে আরিফ (১৪)।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরে গরমের মধ্যে পদ্মায় একসঙ্গে সাতজন কিশোর গোসলে নামে। তাদের মধ্যে চারজনকে উদ্ধার করা গেলেও তিনজন নিখোঁজ হয়। বিকেল পৌনে ৩টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তিনজনের মরদেহ উদ্ধার করে।
রাজশাহী ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. ওহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘তিন কিশোরের নিখোঁজের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধারকাজে নামে। তাদের মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’