নিউজ ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর দিবসটি উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্য আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন করা হয়।
বুধবার (২৪ এপ্রিল) সকাল ১০টায় জেলা প্রশাসক কার্য্যালয়ের সামনে থেকে দিবসটি উপলক্ষে শোভাযাত্রা বের করে শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই জায়গায় এসে শেষ হয়। পরে জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় শব্দদূষণ রোধে সচেতনতা বাড়াতে এই আলোচনা সভার আয়োজন করেছে।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা প্রশাসক এ কে এম গালিভ খান। বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন । জেলা স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক (উপসচিব) দেবেন্দ্রনাথ ওরাঁও এর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন, জেলা সিভিল সার্জন ডা.এস এম মাহমুদুর রশিদ,বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সামাদ।
সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন, জেলা পরিবেশ অধিদপ্তর এর সহকারী পরিচালক মো. মিজানুর রহমান। এছাড়া শোভাযাত্রা ও আলোচনা সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিওর প্রতিনিধি ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় শব্দদূষণের ফলে শাররীক ক্ষতিকর দিক ও এর থেকে সাধারণ মানুষকে সচেতন করতে হাইড্রলিক্স হর্ণ,হেডফোন ব্যবহাররোধে সভায় আলোচনা এবং শব্দদূষণজনিত অপরাধের বিভিন্ন শাস্তির কথা তুলে ধরে জনসাধারণকে সচেতন হওয়ার আহবান জানান অনুষ্ঠানের আলোচক বৃন্দ।