হরিপুর খোসালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পুর্তি উৎসব উদযাপিত

নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ডের হরিপুর খোসালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পুর্তি উৎসব উদযাপন করা হয়েছে।

শনিবার (২৭ এপ্রিল) সকাল চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার হরিপুর শতবর্ষ পুর্তি উৎসব উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শুরুতে ১৯২৪ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির চত্বরে জাতীয় সংগীত পরিবেশনের সাথে জাতীয় পতাকা উত্তোলন এবং ফেস্টুন বেলুন উড়িয়ে শতবর্ষ পুর্তি উৎসব উদযাপন অনুষ্ঠানের সুচনা করা হয়।

পরে সেখান থেকে সাবেক ছাত্র-ছাত্রী অভিবাবক ও শিক্ষকদের নিয়ে শতবর্ষ পুর্তি উৎসবের শোভাযাত্রা বের করে হরিপুর বোর্ডঘর এলাকায় প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়।

উক্ত অনুষ্ঠানে আলহাজ্ব বেলাল উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন। এসময় স্কুল জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য দেন, বিদ্যালয়টির সাবেক ছাত্র ও গাজিপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহা. আহমার উজ্জামান সুইট, সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার মোসা. তাছমিনা খাতুন, রাজশাহী দুগ্ধ ও গবাদিপশু উন্নয়ন খামারের উপ-পরিচালক ড. ইসমাইল হক, জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি প্রফেসর ডা. গোলাম রাব্বানী। এছাড়াও উপস্থিত ছিলেন শতবর্ষ উদযাপন কমিটির সদস্য সচিব ও নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনুর রহমান। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে জেলার ঐতিহ্যবাহী গম্ভীরা গান পরিবেশন করা হয়।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।