নিউজ ডেস্ক
এবারের আইপিএলে কোনো রানই নিরাপদ নয়। কলকাতা নাইট রাইডার্স কাল যখন ২৬১ রান করেছিল, তখন কি তারা ভুলেও কল্পনা করেছিল এই ম্যাচ হারতে পারে তারা? ৮ বল হাতে রেখে ৮ উইকেটের জয়ে সব ধরনের টি-টোয়েন্টির রেকর্ড ভেঙেছে পাঞ্জাব কিংস।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কলকাতার ব্যাটিং কোচ বলেছেন, আইপিএলের রানবন্যা দেখে বোলাররা সবাই আতঙ্কে আছেন। তাঁদের সাহসী হওয়ার পরামর্শও দিয়েছেন তিনি।
সংবাদ সম্মেলনে রায়ান টেন ডেসকাট বলেছেন, ‘আমার ধারণা এই প্রতিযোগিতায় যেভাবে ব্যাটিং হচ্ছে, একটা ভয় কাজ করছে। এবং আমি এটাও মনে করি ছেলেরা যদি লড়াই করার মতো সাহস দেখায় তাহলে অনেক সুবিধা পাবে।
তবে এটাও ঠিক, যেভাবে ব্যাটিং করছে ব্যাটসম্যানরা, সবাইকে দেখে মনে হচ্ছে তারা পিছু হটতে চাইছে।’ এ ব্যাপারে করণীয় কী, তার পরিপূর্ণ কোনো বুদ্ধি এখনো মাথায় আসছে না ডাচ কোচের, ‘ব্যাটসম্যানদের আটকানোর পথ খুঁজে বের করতে হবে।
টুর্নামেন্ট জুড়ে যেভাবে ম্যাচ নিয়ন্ত্রণে নিয়ে নিচ্ছে, তা আটকাতে হবে।’ টেন ডেসকাটের ধারণা, ইমপ্যাক্ট খেলোয়াড়ের সুবিধা দলগুলোর মানসিকতা পাল্টে দিচ্ছে, ‘যদি বলা হতো আজ ২৬২ রান করব।
আপনি কল্পনাও করতে পারতেন না, কোনো দল সেটা তাড়া করবে, আমাদের ক্ষেত্রেও সেটা সত্য। যখন একজন বাড়তি ব্যাটসম্যান থাকে, তখন আপনি শুরু থেকেই মারতে পারেন। ফলে ব্যাটসম্যানের মানসিকতা এমন থাকতে হবে পরিস্থিতি না বদলালে পুরো বিশ ওভার মেরে খেলতে হবে।
আর বোলাররা কী করবেন? ‘আগেই যেমন বলেছি সাহসী হওয়ার সুবিধা আছে। যতদিন রান বন্যার উপায় খুঁজে না পাচ্ছি ততদিন পিছু না হটে ব্যাটসম্যানের দিকে তেড়ে যাওয়া উচিত।’-ডেসকাটের টোটকা।