সারওয়ার জাহান সুমন
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর যথাযোগ্য মর্যাদায় জাতীয় আইন সহয়তা দিবস পালন করা হয়েছে।
রবিবার ২৮ এপ্রিল 'স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ" এই প্রতিপাদকে সঙ্গে নিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে বের হয়ে রহনপুর পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়ে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পঙ্কজ কুমার দাস, একাডেমিক সুপারভাইজার আসমা খাতুন, তথ্য আপা প্রকল্পের সমন্বয়কারী তাকদিরা খাতুন প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান গন, সুধিজন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আগত শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীবৃন্দ ও স্থানীয় গণমাধ্যম কর্মী।