ভরিতে ১ হাজার ১৫৪ টাকা কমল স্বর্ণের দাম

নিউজ ডেস্ক

এক দিনের ব্যবধানে আজ দেশের বাজারে ফের কমানো হয়েছে স্বর্ণের দাম। এদিন ভরিতে এক হাজার ১৫৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ১১ হাজার ৪৬১ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ নিয়ে চলতি মাসে টানা ৬ দফা স্বর্ণের দাম কমানো হলো। সোমবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

আজ বিকেল ৪টা থেকে এ দামে স্বর্ণ বিক্রি হবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমার প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া, নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ১ লাখ ৬ হাজার ৩শ ৯৯ টাকা, ১৮ ক্যারেটের দাম ৯১ হাজার ২শ ১ টাকা।

আর সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ৭৫ হাজার ৮৩৯ টাকা নির্ধারণ করা হয়েছে। পঞ্চমবারের মতো কমল স্বর্ণের দামপঞ্চমবারের মতো কমল স্বর্ণের দাম এদিকে, স্বর্ণের দাম পরিবর্তন হলেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম।

২২ ক্যারেটের এক ভরি রূপার ১ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের রূপা ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের রূপা ১ হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রূপা ১ হাজার ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে, রোববার ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ৩১৫ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছিল এক লাখ ১২ হাজার ৬১৬ টাকা। চলতি বছর এ নিয়ে ১৬ বার স্বর্ণের দাম সমন্বয় করল বাজুস।

এছাড়া গত ১২ দিনের ব্যবধানে দেশের বাজারে ৯ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।