আফগানিস্তানে মসজিদের ভেতরে হামলা নিহত ৬

নিউজ ডেস্ক

আফগানিস্তানের একটি মসজিদের ভেতরে গুলিতে ৬ জন নিহত হয়েছে। গতকাল সোমবার রাতে দেশটির হেরাত প্রদেশের গুজারা জেলার আন্দিশেহ শহরের একটি মসজিদে এই হামলা হয়। হামলাকারী একজন বলে জানা গেছে।

তালেবান প্রশাসনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মতিন কানি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বলেন, ছয় বেসামরিক নাগরিক নিহত হয়েছে। আহত হয়েছেন একজন।

দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদ সংস্থা বাখতারও একই তথ্য জানায়। আরেক সংবাদমাধ্যম টোলো নিউজ বলছে, মসজিদটি শিয়া সম্প্রদায়ের।

গুলিতে মসজিদের ইমামও নিহত হয়েছেন। এ ঘটনায় শোক প্রকাশ করেছে কাবুলে অবস্থিত ইরানি দূতাবাস। মসজিদে হামলার ঘটনায় কেউ দায় স্বীকার করেনি। তবে, ওই এলাকায় বড় হুমকির নাম আইএসআইএল। এর আগে শিয়াদের ওপর হওয়া বেশিরভাগ হামলাতেই তারা জড়িত ছিল।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৫ । সর্বসত্ব সংরক্ষিত।