আজও কমেছে সোনার দাম

নিউজ ডেস্ক

চব্বিশ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। চলতি মাসে এনিয়ে টানা সপ্তমবারের মতো স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

এদিন ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিপ্রতি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ৪২০ টাকা কমিয়ে এক লাখ ১১ হাজার ৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। একই দিন বিকেল ৪টা থেকে এ দামে স্বর্ণ বিক্রি হবে। এর আগে গত ২১ এপ্রিল শেষ বারের মতো বেড়েছিল স্বর্ণের দাম।

সেদিন ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম হয়েছিল এক লাখ ১৯ হাজার ৪২৮ টাকা, যা এখন পাওয়া যাচ্ছে এক লাখ ১১ হাজার ৪১ টাকায়।

এতে করে গত ১৩ দিনের ব্যবধানে দেশের বাজারে সাত বারে ৮ হাজার ৩৮৭ টাকা কমল। বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমার প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এতে করে ২২ ক্যারেটের স্বর্ণের দাম নতুন এ দাম নির্ধারণ করেছে। এর আগে একই মানের ভরিপ্রতি দাম ছিল এক লাখ ১১ হাজার ৪১ টাকা।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের মূল্য ৯ হাজার ৮৮ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের মূল্য সাত হাজার ৭৯০ টাকা। সনাতন পদ্ধতির প্রতি গ্রাম স্বর্ণের মূল্য ছয় হাজার ৪৭৮ টাকা।

গত ২৪ ঘণ্টায় ২২ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের মূল্য ৯ হাজার ৫৫৬ টাকা, ২১ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের মূল্য ৯ হাজার ১২২ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের মূল্য সাত হাজার ৮১৯ টাকা।

সনাতন পদ্ধতির প্রতি গ্রাম স্বর্ণের মূল্য ছয় হাজার ৫০২ টাকা। স্বর্ণের দাম কমলেও রুপার দামে নেই পরিবর্তন।

সেই হিসেবে আগের দিনের মতো আজও ২২ ক্যারেটের প্রতি গ্রাম রুপার মূল্য ১৮০ টাকা, ২১ ক্যারেটের প্রতি গ্রাম রুপার মূল্য ১৭২ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি গ্রাম রুপার মূল্য ১৪৭ টাকা।

সনাতন পদ্ধতির প্রতি গ্রাম রুপার মূল্য ১১০ টাকা। এর আগে চলতি মাসে ৬, ৮ ও ১৮ এপ্রিল সোনার দাম বাড়িয়েছিল বাজুস।

এর মধ্যে ৬ এপ্রিল বেড়েছিল ১৭৫০ টাকা, ৮ এপ্রিল ১৭৫০ টাকা এবং ১৮ এপ্রিল বেড়েছিল ২ হাজার ৬৫ টাকা। পরে ২০ এপ্রিল ৮৪০ টাকা কমানোর একদিন পর ২১ এপ্রিল আবার ভরিতে ৬৩০ টাকা বাড়ায় বাজুস।

দুদিন পর ২৩ এপ্রিল ৩ হাজার ১৩৮ টাকা ২৪ এপ্রিল ২০৯৯ টাকা, ২৫ এপ্রিল ৬৩০ টাকা, ২৭ এপ্রিল ৬৩০ টাকা এবং ২৮ এপ্রিল ৩১৫ টাকা, ২৯ এপ্রিল ১ হাজার ১৫৪ এবং আজ ৪২০ টাকা কমানোরর ঘোষণা দিল বাজুস।

এ নিয়ে চলতি বছর এ নিয়ে ১৭ বার স্বর্ণের দাম সমন্বয় করল বাজুস। এছাড়া গত ১৩ দিনের ব্যবধানে দেশের বাজারে ১০ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৩ বার দাম বেড়েছে এবং ৭ বার কমানো হয়েছে।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।