চাঁপাইনবাবগঞ্জে ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জ জেলায় টানা ১৮ দিন থেকে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। প্রখর তাপপ্রবাহ আর গরমে জনজীবন বিপর্যস্ত। প্রতিদিনের জীবিকার তাগিদে তীব্র রোদে পুড়ে কাজ করতে হচ্ছে শ্রমজীবীদের।

মঙ্গলবার (৩০এপ্রিল) দুপুরের পর চাঁপাইনবাবগঞ্জ জেলায় চলতি মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় জেলার তাপমাত্রার রেকর্ড করা হয়েছে ৪২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর এ তথ্য নিশ্চিত করেছে।

চাঁপাইনবাবগঞ্জে আবাহাওয়া অফিস না থাকায় কৃষি সম্প্রসারণ অধিদফতর আবহাওয়া পর্যবেক্ষণ করেন। চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক ড. পলাশ সরকার জানান ১ সপ্তাহের বেশি সময় ধরে চাঁপাইনবাবগঞ্জে বইছে তাপপ্রবাহ।

মঙ্গলবার বেলা ৩ টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২.৯ ডিগ্রি সেলসিয়াস। গত কয়েক বছরের সর্বোচ্চ তাপমাত্রা বলে জানিয়েছেন তিনি।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।