শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানির পাম্প স্থাপন

আব্দুল কাদির

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিশুদ্ধ পানির পাম্প স্থাপন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে ৫০ হাজার টাকা ব্যয়ে এই বিশুদ্ধ পানির পাম্প স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।

পরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে তীব্র তাপদাহে স্বাস্থ্য ঝুঁকি প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়রা খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. এসএম মাহমুদুর রশিদ। এ সময় আরও উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার আজিজুর রহমান সুইট, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমানসহ স্থানীয় সরকারি কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।