নিউজ ডেস্ক
দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ২১ মে। জামায়াত কেন্দ্রের নির্দেশে মনোনয়ন জমা না দিয়ে আগেই এ নির্বাচন বর্জন করেছে।
অন্যদিকে বিএনপি মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে মঙ্গলবার তাদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছে। বর্তমানে এ উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন চারজন।
এর আগে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও নয়ালাভাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশরাফুল হক, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক জামাল হোসেন পলাশ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম কিবরিয়া, উপজেলা আওয়ামী লীগের সদস্য গোলাম রাব্বানী ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মহসীন আলী মিঞাসহ ছয়জন।
এদের মধ্যে বিএনপি নেতা আশরাফুল হক ও উপজেলা আওয়ামী লীগের সদস্য গোলাম রাব্বানী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে সাতজন মনোনয়ন জমা দিলেও নাজমুল আলম উজ্জল, সাইফুল ইসলাম খান মিটুল খান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তাদের মনোনয়ন প্রত্যাহার করে নেন।
তবে মহিলা ভাইস চেয়ারম্যান পদে কেউ মনোনয়ন প্রত্যাহার না করায় এ পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করবেন। এ নিয়ে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চারজন, ভাইস চেয়ারম্যান পদে চারজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করবেন।