ভারতের সামনে চ্যালেঞ্জিং লক্ষ্য দাঁড় করালো বাংলাদেশ

নিউজ ডেস্ক

বাংলাদেশ-ভারতের দ্বিতীয় টি-টোয়েন্টিতে সফরকারীদের ১২০ রানের লক্ষ্য দিয়েছে টাইগ্রেসরা। ওপেনার মুর্শিদা খাতুন ৪৯ বলে ৪৬ রানের ইনিংসের ওপর ভর করে ১১৯ রান করে বাংলাদেশ দল। তবে ব্যক্তিগত ৬ রানে ‘জীবন’ পেয়েছিলেন ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের শুরুটা ছিল ভালোই, পাওয়ারপ্লেতে দিলারা আক্তার ও সোবহানা মোস্তারির উইকেট হারালেও ওঠে ৪৩ রান।

রেনুকা সিংয়ের প্রথম ওভারে ২ চার মেরে শুরু করা দিলারা থামেন দ্বিতীয় ওভারে দীপ্তি শর্মাকে স্লগ সুইপ করতে গিয়ে ডিপ স্কয়ার লেগে ক্যাচ দিয়ে। এরপর ফর্ম খুঁজে ফেরা সোবহানা অবশ্য ইতিবাচক ছিলেন, ব্যাট চালিয়ে গেছেন তিনি।

চারটি চারে ১৫ বলে ১৯ রানের ইনিংস খেলেন সোবহানা, সর্বশেষ ১২ ইনিংসের মধ্যে যেটি তার সর্বোচ্চ। শ্রেয়াঙ্কা পাতিলের বলে এলবিডব্লিউ হন। মাঝের ওভারে বাংলাদেশের দরকার ছিল জুটির, মুর্শিদা খাতুনের সঙ্গে সেটি গড়ার ইঙ্গিত দিচ্ছিলেন নিগার সুলতানা।

কিন্তু রানা যাদবকে সুইপ করতে গিয়ে এলবিডব্লিউ বাংলাদেশ অধিনায়ক, মুর্শিদার সঙ্গে জুটি থামে ২৩ বলে ২২ রানে। ওই সময় ৭ বলের মধ্যে বাংলাদেশ হারায় ৩ উইকেট। নিগার আউট হওয়ার পরের বলে ফাহিমা খাতুনও হন এলবিডব্লিউ। চার মেরে হ্যাটট্রিক বল সামলালেও পরের ওভারে শ্রেয়াঙ্কাকে তুলে মারতে গিয়ে ক্যাচ দেন সুলতানা খাতুন।

৬৯ রানে বাংলাদেশ হারায় পঞ্চম উইকেট। ম্যাচের ৭ ওভার পরই জ্বালাতে হয়েছিল ফ্লাডলাইট। ১১ ওভার পর নামা বৃষ্টিতে এরপর বন্ধ হয়ে যায় খেলা। তাতে এক ঘণ্টার একটু কম সময় খেলা বন্ধ থাকলেও ওভার কাটা যায়নি।

বৃষ্টি যেন বাংলাদেশের জন্য এসেছে আশীর্বাদ হয়েই। এ ম্যাচে স্বর্ণা আক্তারের জায়গায় দলে আসা রিতু মনি খেলেন গুরুত্বপূর্ণ ইনিংস। মুর্শিদার সঙ্গে তাঁর ৩২ রানের জুটি ভাঙেন দীপ্তি শর্মা। ৪ উইকেট নিয়ে ডেথ ওভারে প্রবেশ করে বাংলাদেশ ।

তবে সেখানে ঠিক সুবিধা করতে পারেনি স্বাগতিকেরা। সে সময়ে ১৬ রান তুলতে বাংলাদেশ হারায় শেষ ৪ উইকেট। রাধার বলে স্টাম্পিং হন রাবেয়া, ঠিক পরের বলে রানআউট নাহিদা।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।