শিবগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনায় জরুরী সাড়াদান পদ্ধতি শক্তিশালীকরণে কর্মশালা

আব্দুল কাদির

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সঙ্গে এসওডি এর আলোকে দুর্যোগ ব্যবস্থাপনায় জরুরী সাড়াদান পদ্ধতি শক্তিশালীকরণের লক্ষে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনু্ষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা প্রশাসনের হলরুমে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জল হোসেন।

প্রশিক্ষক ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কমিউনিকেশন অ্যানালাইসিস স্পেশালিস্ট সৈয়দ আশরাফ উল ইসলাম।

প্রশিক্ষণে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষক, সমাজকর্মী ও গণমাধ্যমকর্মীসহ ৫০ জন অংশ নেয়।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।