চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ পৌর শহরের নিমগাছি দারুল উলুম জেসামিয়া ইসলামিয়া ক্বওমি মাদরাসার দাওরায়ে হাদিস (মাস্টার্স সমমান) ক্লাসের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১ মে) বেলা ১২ টায় প্রতিষ্ঠানটির নবনির্মিত ভবনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্লাসের শুভ উদ্বোধন করেন, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো রুহুল।
মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব কেবলাল হোসেন খোকার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মাদরাসাটির পরিচালনা কমিটির সহ সভাপতি আলহাজ্ব মো ফারুক আলী, জেলা পরিষদ এর সাবেক প্যানেল চেয়ারম্যান আব্দুল হাকিম, প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মাওলানা মাহবুবুর রহমানসহ মাদরসার শিক্ষক ও শিক্ষার্থীরা।