চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক মহান মে দিবস উদযাপন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

১ লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে জেলার বিভিন্ন শ্রমিক সংগঠন।

বুধবার ১ মে বেলা ১১ টায় দিবসটি উপলক্ষে জেলা জাতীয় শ্রমিক লীগ জেলা প্রশাসক এর কার্য্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। 

শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে মুজিব চত্বরে গিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

শোভাযাত্রা শেষে জেলা জাতীয় শ্রমিক লীগ জেলা শহরের শাহনেয়ামতুল্লাহ কলেজ অডিটোরিয়ামে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে।

জেলা জাতীয় শ্রমিক লীগ এর সভাপতি শহিদুল ইসলাম রানার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আহমেদ মাহবুব উল ইসলাম।

জেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জুয়েল রানার সঞ্চালনায় সভায় আরো বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সামাদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষিবিদ রোকনুজ্জামান রোকন, শাহনেয়ামতুল্লাহ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শরিফুল ইসলাম, জেলা রেলওয়ে শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কাওশার আলিসহ জাতীয় শ্রমিক লীগের বিভিন্ন ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।