শিবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন

শিবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপজেলা পরিষদ রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আহমেদ মাহবুব-উল –ইসলাম প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন, সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল হোসেন। শিবগঞ্জ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতীক পাওয়া প্রার্থীরা হ’ল, সৈয়দ নজরুল ইসলাম (কাপ পিরিচ) আলহাজ্ব মহসীন মিয়া (মটরসাইকেল) গোলাম কিবরিয়া (আনারস), জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ মনোনীত প্রার্থী মোঃ পলাশ,(মশাল)।

ভাইস চেয়ারম্যান পদে প্রতীক পাওয়া প্রার্থীরা হ’ল, আল মামুন (টিয়া পাখি) মোঃ রবিউল খাঁন ( টিউবওয়েল) মোঃ ইব্রাহীম (মাইক) মোঃ শামিম রেজা (তালা) মহিলা ভাইস-চেয়ারম্যান পদে প্রতীক পাওয়া প্রার্থী হ’ল, মোসাঃ শিউলি বেগম (প্রজাপতি), নুরজাহান বেগম, (ফুটবল) ও মোসাঃ মুসলেমা খাতুন (কলস)।

শেষে রিটার্নিং অফিসার প্রার্থীদের জ্ঞাতার্থে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন-২৪ এর আচরণ বিধি তুলে ধরেন। উল্লেখ্য, শিবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভাইস-চেয়ারম্যান পদে ৪ ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।