নিউজ ডেস্ক
দেশের বাজারে এক দিনের ব্যবধানে আবারও কমেছে স্বর্ণের দাম। এদিন ২২ ক্যারেটের একভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা দাম ১ হাজার ৮৭৮ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
এতে ভালোমানের একভরি সোনার দাম হয়েছে ১ লাখ ৯ হাজার ১৬৩ টাকা। এ নিয়ে চলতি মাসে প্রথম ও টানা অষ্টম দফায় কমল স্বর্ণের দাম। এই সময়ে ভালো মানের বা ২২ ক্যারেটের স্বর্ণের দাম ১০ হাজার ২৬৫ টাকা কমেছে।
বৃহস্পতিবার বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে এ দাম কমানো হয়েছে।
শুক্রবার (৩ মে) থেকে এ দাম কার্যকর করা হবে। স্বর্ণের দামের পতন থামছেই নাস্বর্ণের দামের পতন থামছেই না এর আগে গত ৩০ এপ্রিল এবং তার আগে ২৯ এপ্রিল ২৮ এপ্রিল, ২৭ এপ্রিল, ২৫ এপ্রিল, ২৪ এপ্রিল ও ২৩ এপ্রিল সাত দফা সোনার দাম কমানো হয়। ৩০ এপ্রিল ভালো মানের একভরি সোনার দাম ৪২০ টাকা কমানো হয়।
উল্লেখ্য, গত ২১ এপ্রিল ২২ ক্যারেটের স্বর্ণের ভরিপ্রতি দাম দাঁড়িয়েছিল এক লাখ ১৯ হাজার ৪২৮ টাকাতে। এটি ছিল দেশের ইতিহাসে এখন পর্যন্ত স্বর্ণের সর্বোচ্চ দাম।
এরপর গত ২৩ এপ্রিল থেকে স্বর্ণের দাম কমতে শুরু করে। এ নিয়ে চলতি বছর ১৮ বার স্বর্ণের দাম সমন্বয় করল বাজুস। এছাড়া গত ১৫ দিনের ব্যবধানে দেশের বাজারে ১১ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৩ বার দাম বেড়েছে এবং ৮ বার কমানো হয়েছে।