জোসেফাইট হিউম্যানিটিজ এলুমিনাই এসোসিয়েশনের সভাপতি মিশুক ও সম্পাদক আলিফ

পাভেল ইসলাম, রাজশাহী

জোসেফাইট হিউম্যানিটিজ এলুমিনাই এসোসিয়েশনের ২৪-২৫ সালের কার্যকরি কমিটি গঠন করা হয়েছে। এটি এলুমিনাই এসোসিয়েশনের ২য় কমিটি।

নতুন কমিটি গঠনের মাধ্যমে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহন করেন রিফাতুল হাসান মিশুক এবং সাধারণ সম্পাদক সিদরাতুল মুনতাহা আলিফ।

এছাড়াও সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন রেজাউল ইসলাম হিরা। নতুন কমিটি দায়িত্ব গ্রহনের মাধ্যমে প্রথম কমিটির সভাপতি আব্দুল্লাহ আরিফিন ফাহাদ ও সাধারণ সম্পাদক ফাহমিদুল হাসানের দায়িত্ব শেষ হলো।

এছাড়াও এই সংগঠনের আগামী ৩ বছরের জন্য ১১ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে যার প্রধান উপদেষ্টা হিসেবে নির্বাচিত হয় মুহম্মদ আল হাসান।

উল্ল্যেখ্য জোসেফাইট হিউম্যানিটিজ এলুমিনাই এসোসিয়েশন হলো ঢাকার স্বনামধন্য কলেজ সেন্ট জোসেফের মানবিক বিভাগ থেকে পাশ করা ছাত্রদের একটি ল সংগঠন যা ২০২১ সালে প্রতিষ্ঠিত হয়েছে।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।